ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবি’র বাবুগঞ্জ ক্যাম্পাসে ইন্টারনেট সেবা

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
পবিপ্রবি’র বাবুগঞ্জ ক্যাম্পাসে ইন্টারনেট সেবা

পবিপ্রবি: অবশেষে দ্রুত গতির ইন্টারনেট সেবা পেতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।



এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মো. আব্দুল মতিন জানিয়েছেন, পবিপ্রবির প্রধান ক্যাম্পাস থেকে ইতিমধ্যে কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি বাবুগঞ্জ ক্যাম্পাসে এসে পৌঁছেছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষার্থীরাসহ এ ক্যাম্পাসের সবাই দ্রুত গতির ইন্টারনেট সেবার সুবিধা পাবেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ বিষয়ে অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী জসিম উদ্দীন, ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মোস্তাফিজ পাপ্পু ও তৃনা বিশ্বাস বলেন, আমাদের একাডেমিক কার্যক্রমে দ্রুত গতির ইন্টারনেট অপরিহার্য একটি বিষয়, এটা আমাদের অনেক দিনের দাবি ছিল। আশাকরি দ্রুত আমরা এ সেবার সুযোগ পাবো।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।