বগুড়া: বগুড়ায় পৃথক কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও সমমান জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) মোট ৪৩ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
রোববার (২ নভেম্বর) জেলার ১৯টি কেন্দ্রে জেডিসি এবং ৩৭টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুফিয়া নাজিম বাংলানিউজকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষার্থীরা নকলমুক্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যাতে পরীক্ষা দিতে ও সম্পন্ন করতে পারে; সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিদের্শ দেওয়া হয়েছে।
এরআগে, জেলা প্রশাসনের শিক্ষা শাখার অফিস সহকারী আব্দুল মান্নান জানিয়েছেন, জেএসসি ও সমমান জেডিসি পরীক্ষায় মোট ৪৩ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এরমধ্যে জেডিসিতে ছাত্র রয়েছে ৫ হাজার ২৮৫ এবং ছাত্রী রয়েছে ৪ হাজার ৮৩৭ জন। জেএসসিতে ছাত্র রয়েছে ১৬ হাজার ৬৫৬ আর ছাত্রী রয়েছে ১৬ হাজার ৫৯৯ জন।
সে অনুযায়ী ২ নভেম্বর পরীক্ষায় মোট ২১ হাজার ৯৪১ জন ছাত্র এবং ২১ হাজার ৪৩৬ জন ছাত্রী অংশগ্রহণ করার কথা রয়েছে। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪