সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও বেলারুশ স্টেট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার দুপুরে শাবিপ্রবির প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে শাবিপ্রবির পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া এবং বেলারুশ স্টেট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস ডিরেক্টর প্রফেসর ড. ইগোর ভইতভ স্বাক্ষর করেন।
এর আগে, শাবিপ্রবি পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসসিন ভবনের সভাকক্ষে দ্বিপাক্ষিক সভা করেন ড. ইগোর ভইতভ।
সমঝোতা চুক্তির ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীর গবেষণা ও প্রকাশনা বিনিময়সহ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার নতুন ক্ষেত্র প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগে প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, গত বছরের ০৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলারুশ সফরকালে স্টেট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির প্রথম সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪