ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: ‘যখন নিরীহ মানুষকে হত্যা করা হয়, তখন মানবাধিকার সংগঠনগুলো নীরব থাকে। আর গণহত্যার দায়ে কাউকে ফাঁসির সাজা দেওয়া হলে মানবাধিকারের প্রশ্ন তোলা হয় বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।



বুধবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন ‘ইউনিস্যাব মান-২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যারা আছে তারাই যুদ্ধবাজে পরিণত হয়েছে। তাদের দ্বারা বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাদের ভেটো ক্ষমতা রহিত হওয়া উচিত।

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) এবং রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিস্যাবের সাধারণ সম্পাদক মামুন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন উপ উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের ২৫০ জন শিক্ষার্থী এ সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলন চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স সম্মেলন কক্ষসহ আটটি কনফারেন্স কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।