খুলনা: হরতালের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী তিনদিনের পরিবর্তে দুইদিন অর্থাৎ ৩১ অক্টোবর ও ১ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার থেকে ১ নভেম্বর পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। ভর্তি কমিটি জানায়, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) পরিবর্তে ৩১ অক্টোবর (শুক্রবার) শুরু হবে। শেষ হবে ১ নভেম্বর।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৩১ অক্টোবর শুক্রবার কলা ও মানবিক স্কুলের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হবে। আর দুপুর আড়াইটায় শুরু হবে সামাজিক বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা শুরু হবে।
১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, দুপুর ১টায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযু্ক্তবিদ্যা স্কুল এবং চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা সাড়ে ৫টায় শুরু হবে।
ভর্তি পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪