রংপুর: মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী সন্তোষ প্রকাশ করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) এক বার্তায় উপাচার্য বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ায় আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুবই আনন্দিত।
এছাড়া নিজামীর মৃত্যুদণ্ড হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, নীল দল, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন।
রায় ঘোষণার পরপরই ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সম: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪