ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিজামীর রায়ে বেরোবি উপাচার্যের সন্তোষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
নিজামীর রায়ে বেরোবি উপাচার্যের সন্তোষ

রংপুর: মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী সন্তোষ প্রকাশ করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) এক বার্তায় উপাচার্য বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ায় আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুবই আনন্দিত।

মানবতাবিরোধী অপরাধীদের সুবিচারে জাতির যে প্রত্যাশা ছিল, এ রায়ের মাধ্যমে তা পূরণ হয়েছে বলে আমি মনে করি।

এছাড়া নিজামীর মৃত্যুদণ্ড হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, নীল দল, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন।

রায় ঘোষণার পরপরই ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করে।   বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সম: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।