কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বৃদ্ধির কথা জানানো হয়। এ নিয়ে দুই দফা আবেদনের সময়সীমা বাড়ালো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ২৫ অক্টোবর প্রথমবার বাড়ানো আবেদনের সময় শেষ হলে এখন দ্বিতীয়বারের মত আবেদনের সময় বাড়ানো হয়।
এ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১৭টি বিভাগে ১১০টি আসন বাড়িয়ে মোট ৯১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.cou.ac.bd) -এ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪