ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



ফলাফলে দ্বিতীয় বর্ষে থেকে তৃতীয় বর্ষে প্রমোটেড হয়েছেন ৯৩ দশমিক ৪১ শতাংশ পরীক্ষার্থী।

প্রকাশিত ফল www.nu.edu.bd ও www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে।

এছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে nuh2 Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

গত জুন মাসে অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় এবং সেপ্টেম্বর মাসে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়।

পরীক্ষায় ২৭টি অনার্স বিষয়ে সারাদেশে ৩১৯টি কলেজের দুই লাখ ৯১ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। মোট কেন্দ্র ছিল ১৫০টি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।