ঢাকা: ৩৫তম বিসিএসের প্রাথমিক আবেদনপত্রে ভুল থাকায় ১৯ প্রার্থীকে ফের আবেদনের সুযোগ দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় অনলাইনে আবেদনের সময় শেষ হচ্ছে।
বৃহস্পতিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন প্রার্থী অনলাইনে বিপিএসসি ফরম-১ জমা দেওয়ার সময় সাধারণ প্রার্থীর জায়গায় উপজাতি/প্রতিবন্ধী কোটার প্রার্থী হিসেবে আবেদন করেন। এর ফলে তাদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৭০০ টাকার স্থলে ১০০ টাকা কাটা হয়েছে।
এ ধরনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ফের সাধারণ প্রার্থী হিসেবে অনলাইনে বিপিএসসি ফরম-১ জমাদানের সুযোগ দেওয়া হলো।
সংশ্লিষ্ট প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর নতুন নিয়মে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়, যাতে প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর এবং এক ঘণ্টার এমসিকিউ দুই ঘণ্টা নেওয়ার কথা উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিসেম্বরের শেষদিকে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে।
৩৫তম বিসিএস এ বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জন প্রার্থী নেওয়া হবে।
আবেদন ফরম পূরণ ও ফি জমাদান শুরু হয় ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায়।
বাংলোদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪