ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে অবৈধভাবে পরিচালিত ফেসবুক পেজ বা গ্রুপগুলো বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালিত বা অনুমোদিত কোনো ফেসবুক পেজ নেই।
কিন্তু সম্প্রতি লক্ষ্য করা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ‘University of Dhaka’, ‘Dhaka University’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে কিছু ফেসবুক পেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলনে বলা হয়, উক্ত পেজ বা গ্রুপ থেকে প্রকাশিত বিভিন্ন পোস্ট, ছবি ও কমেন্ট অনেক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবনা হিসেবে গৃহীত হচ্ছে যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করছে।
এসবের সঙ্গে সম্পৃক্ত সকলকে পেজ বা গ্রুপগুলো পরিচালনা বন্ধ করার আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। অন্যথায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কোনো বিকল্প থাকবে না বলেও সতর্ক করে দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪