খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার পুনর্বিন্যাস করা সময়সূচি অনুযায়ী দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় এ পরীক্ষা।
খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষাগুলোর মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুল, দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুল ও সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত জীব বিজ্ঞান স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রে এবার রোল নম্বর ০০০১ থেকে ৩৬৫০ পর্যন্ত, খুলনা সিটি করপোরেশন উইমেন্স কলেজ উপকেন্দ্রে ৩৬৫১ থেকে ৫৮০০ পর্যন্ত, রেভারেন্ড পলস হাইস্কুল উপকেন্দ্রে ৫৮০১ থেকে ৬২০৪ পর্যন্ত রোল নম্বরের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে।
এছাড়া শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে ভর্তি পরীক্ষার ব্যাপারে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও খুলনা মেট্রোপলিটন পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
জেলা প্রশাসন ভর্তি পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনসহ উদ্ভূত যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনটি পরীক্ষাকেন্দ্রে তিনটি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪