যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৬ নভেম্বরের ‘সি’, ‘ডি’, ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের ৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার পরীক্ষা ৭ নভেম্বর সকাল ৯টায়। ‘ডি’ ইউনিটের ৬ নভেম্বর দুপুর ১২টার পরীক্ষা ৭ নভেম্বর দুপুর সাড়ে ১১টায়। ‘ই’ ইউনিটের ৬ নভেম্বর বিকেল ৩টার পরীক্ষা ৭ নভেম্বর বিকেল ৩টায়।
৭ নভেম্বর অনুষ্ঠিত ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর ‘এ’ ইউনিটের সকাল ১০টার পরীক্ষা ৮ নভেম্বর সকাল ১০টায়। এদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.just.edu.bd পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪