ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে মেয়র শিক্ষা পদক পেলেন ১৬০০ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
রাজশাহীতে মেয়র শিক্ষা পদক পেলেন ১৬০০ শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেয়র শিক্ষা পদক দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

শুক্রবার (৩১ অক্টোবর) নগর ভবনের গ্রিন প্লাজায় এক সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এক হাজার ৬শ’ শিক্ষার্থীর হাতে এ পদক তুলে দেন।



দুর্নীতিবাজদের প্রকৃত প্রতিবন্ধী মন্তব্য করে অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, যারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সংগ্রাম করে জীবন যাপন করছেন, তারা কেউ আসলে প্রতিবন্ধী নন। বরং যারা অসামাজিক কাজ ও দুর্নীতির সঙ্গে জড়িত তারাই প্রকৃত প্রতিবন্ধী।

গ্রিন সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি, হেলদি সিটির ভিশন বাস্তবায়নের জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাসিক যে ভিশন নিয়ে মিশন শুরু করেছে তারই অংশ হিসেবে কৃতি শিক্ষার্থীদের মেয়র শিক্ষা পদক প্রদান করছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ফাইসুল ইসলাম ফারুকী, সাবেক উপ-উপাচার্য প্রফেসর এ কে এম শাহাদত হোসেন মণ্ডল, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযব, নগর অবকাঠামো উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি বেলাল আহমেদ, অভিভাবকদের পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আলমগীর হোসেন সরকার (পল্টু), শিক্ষার্থীদের পক্ষে তালাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী সৈয়দা মায়িশা।

এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ-শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।