ঢাকা: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডিবেট অ্যান্ড কুইজ সোসাইটি (ডিকিউএস) এর আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক আয়োজন ‘আইএফআইসি ব্যাংক-ডিকিউএস এসএসএমসি ক্যাপটিভ কার্নিভ্যাল ২০১৪’ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক ও রবীন্দ্র গবেষক ডা. আহমেদ রফিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইকবাল আর্সেনালসহ আইএফআইসি ব্যাংক লিমিটেড, বিএমএ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের উর্ধ্বতন কর্মকর্তারা।
‘আইএফআইসি ব্যাংক-ডিকিউএস এসএসএমসি ক্যাপটিভ কার্নিভ্যাল ২০১৪’ এর এবারের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক অলিম্পিয়াড, কর্মশালা, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও কুইজ, আন্তঃস্কুল কলেজ বিতর্ক ও কুইজ, মেডিকেল বানান প্রতিযোগিতা, সৃজনশীল তথ্য ও পোষ্টার প্রতিযোগিতা ইংরেজি উপস্থিত বক্তৃতা, আন্তঃমেডিকেল প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতা এবং শল্যচিকিৎসক বিষয়ক কর্মশালা ছিলো।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ‘ডিবেট অ্যান্ড কুইজ সোসাইটি’র আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক এ উদ্যোগের প্রশংসা করে আ ক ম মোজাম্মেল হক বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি বিবিধ জ্ঞানচর্চা, বিতর্ক এবং কুইজের মত আয়োজন আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস ও বাস্তব জ্ঞান অর্জন করতে সহায়তা করবে। তারা তাদের চিকিৎসা শাস্ত্রের জ্ঞান আরো ভালোভাবে মানবকল্যানে ব্যবহার করতে পারবে।
জ্ঞানচর্চার উদ্দেশে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ‘ডিকিউএস’ ক্লাবটি যাত্রা শুরু করে।
২০১৪ আসরে মুক্তিযুদ্ধ বিষয়ক অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সামিয়ুন নাহার তাপসী ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন পিনাক ত্রিবেদী।
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় স্থান অর্জন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়।
আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকা মেডিকেল কলেজ ও দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
মেডিস্পেল (মেডিক্যাল শব্দ বানান) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও দ্বিতীয় স্থান অর্জন করেছে আনোয়ার খান মেডিকেল কলেজ।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪