সাভার (ঢাকা) : আমিনবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও জাতীয় ক্রিকেটার আরাফাত সানীকে সংবর্ধনা দিয়েছে আমিনবাজার ইউনিয়ন পরিষদ।
শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় আমিনবাজার বাসস্ট্যান্ডে কয়েকশো শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম রাজিব, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অকিল পোদ্দার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা কামরুল হাসান ম্যোলা।
এসময় মন্ত্রী তার বক্তব্যে বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষৎ। তারা যেনো কখনো মাদকসেবন না করতে পারে সেজন্য অবিভাবকদের সতর্ক থাকতে হবে।
মাদকসেবনের কারণে ২০১১ সালের ১৭ জুলাই শবেবরাতের রাতে বড়দেশী গ্রামের বালুর মাঠে ছয় মেধাবী ছাত্র খুন হয়, যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন মন্ত্রী।
অনুষ্ঠান শেষে মন্ত্রী জাতীয় ক্রিকেটার আরাফাত সানী ও কৃতী শিক্ষাদের ক্রেস্ট তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪