ঢাকা: প্রথম দুদিনের পাঁচটি পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে যাওয়ায় বিপর্যয়ে পড়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সূচি। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের মামলার রায়ের দিন সোমববার ধার্য হওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে পরীক্ষার্থী-অভিভাবকরা।
প্রায় ২১ লাখ পরীক্ষার্থী নিয়ে ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও মানবতাবিরোধী অপারাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দেওয়ার প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার হরতাল দেয় দলটি।
এর ফলে রবি ও সোমবারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। রোববারের পরীক্ষা ৭ নভেম্বর এবং সোমবারের পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
রোববার জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা, সোমবার জেএসসিতে বাংলা দ্বিতীয়পত্র; জেডিসিতে আত-তাওহীদ ওয়ালফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল।
জেএসসি-জেডিসিতে এবার মোট ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন।
জামায়াতের পূর্ব ঘোষিত হরতালের মধ্যেই মানবতাবিরোধী অপরাধে রোববার (২ নভেম্বর) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ডের সাজা দেয় ট্রাইব্যুনাল।
এই রায়ের প্রতিবাদে ৬ নভেম্বর সকাল থেকে ২৪ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত। ৬ নভেম্বর জেএসসিতে ইংরেজি দ্বিতীয়পত্র এবং জেডিসিতে আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা রয়েছে।
এই দুটি পরীক্ষা পেছানো হবে কি না- তা রোববার স্পস্ট করেনি শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. দিলারা হাফিজ বাংলানিউজকে বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আরেক নেতা কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায় ঘোষণা হবে সোমবার।
মঙ্গলবার আশুরার ছুটির পর বুধবার জেএসসি-জেডিসিতে দুটি পরীক্ষা রয়েছে।
অভিভাবকদের আশঙ্কা, রায় বিপক্ষে গেলে আবারও হরতাল দেবে জামায়াত। এতে পরীক্ষা পিছিয়ে যাওয়া ছাড়াও শিক্ষার্থীদের প্রস্তুতিতেও বিঘ্ন ঘটবে।
মোহাম্মদপুরের এক অভিভাবক বাংলানিউজকে বলেন, হরতালের কারণে শুরুতে হোচট খেয়েছে শিক্ষার্থীরা। এরপর আবারও হরতাল দেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে মারাত্মক ব্যাঘাত ঘটবে।
পরীক্ষার মধ্যে রাজনৈতিক দলগুলোকে হরতালের মতো কর্মসূচি থেকে বেরিয়ে আসার আহ্বান জানানো সত্ত্বেও হরতাল পালন করছে জামায়াত।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪