ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের মোট ৪টি ইউনিটে ৬৭৫টি আসনের জন্য আবেদন পড়েছে ২৫ হাজার ৫০৭টি।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর, ‘খ’-ইউনিটে ১১ নভেম্বর, ‘গ’ ইউনিটে ১২ নভেম্বর এবং ‘ঘ’ ইউনিটে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
৪টি ইউনিটে মোট ১৩টি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গত ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর, ২০১৪ তারিখ পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস.এম. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সাথে নিয়ে আসতে পারবেন না।
তিনি জানান, ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এ প্রদান করা হবে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪