ঢাকা: হরতালের কারণে জেএসসি-জেডিসি’র ৫ ও ৬ নভেম্বরে পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৯ ও ২০ নভেম্বর এই দুই দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসি’র ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ইংরেজি দ্বিতীয় পত্র আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেডিসি’র আরবি প্রথম পত্র পরীক্ষা ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে বুধবার (৫ নভেম্বর) হরতাল দিয়েছে জামায়াত।
আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ডের সাজার প্রতিবাদে ৬ নভেম্বরও হরতাল ডাকে দলটি।
প্রায় ২১ লাখ পরীক্ষার্থী নিয়ে গত ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও মানবতাবিরোধী অপারাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দেওয়ার প্রতিবাদে বৃহস্পতি, রোব ও সোমবার হরতাল দেয় দলটি।
এতে রোব ও সোমবারের পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়।
রোববারের পরীক্ষা ৭ নভেম্বর এবং সোমবারের পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
রোববার জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা, সোমবার জেএসসিতে বাংলা দ্বিতীয়পত্র; জেডিসিতে আত-তাওহীদ ওয়ালফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল।
জেএসসি-জেডিসিতে এবার মোট ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন।
এদিকে হরতালেল কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যঅঘাত ঘটছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দিলারা হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪/আপডেটেড- ১৪১০ ঘণ্টা।