ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৪
বরিশালে ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মঈনুল হায়দার ছাত্রাবাসের (৩ নম্বর) নিচতলায় ছাদের পলেস্তারা খসে পড়ে জাকারিয়া নামে এক ছাত্র আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মঈনুল হায়দার ছাত্রাবাসের বাথরুমের ছাদের পলেস্তারা খসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।



আহত ছাত্র জাকারিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুদীপ্ত মণ্ডল।

তিনি জানান, ঘটনার সময় জাকারিয়া টয়লেটের ভেতরে ছিলেন। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে জাকারিয়ার মাথায় পড়ে। এ সময় রাজেশ নামে এক ছাত্র তাকে উদ্ধার করেন। এ ঘটনার পর হোস্টেলে ছাত্রদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

তিনমাস পূর্বে এ ছাত্রবাসে সংস্কারের কাজ করান কলেজ কর্তৃপক্ষ। আর এটি ঠিকভাবে না করার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হোস্টেলের সাধারণ ছাত্ররা।

তবে, এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কেউ তাৎক্ষনিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।