রাজশাহী: জামায়াতের ডাকা হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে তিনটি ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে।
আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ও জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ এবং কৃষি অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তনের তথ্য জানানো হয়।
কলা অনুষদের ডিন প্রফেসর খন্দকার ফরহাদ হোসেন জানান, ‘এ’ ইউনিটের অধীনে চারুকলা, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের আলাদা ব্যবহারিক নেওয়ার কথা ছিল ৬, ৭ ও ৮ নভেম্বর। কিন্তু হরতালের কারণে তা পিছিয়ে আগামী ১১, ১২ ও ১৩ নভেম্বর গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. আব্দুল লতিফ জানান, ‘এফ’ ইউনিটের সাক্ষাৎকারের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯, ১০, ১১, ১২ নভেম্বর। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত এ চারদিন সাক্ষাৎকার নেওয়া হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর শাহানা কায়েস জানান, অনিবার্য কারণবশত ‘জি’ ইউনিটের সাক্ষাৎকার ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বর সকাল সাড়ে ৮টায় কৃষি অনুষদের ভবনে নেওয়া হবে।
এছাড়া ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারসহ বিস্তারিত তথ্য নিজ নিজ অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট admission.ru.ac.bd থেকে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪