ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে ভর্তির ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
রাবিতে ভর্তির ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন

রাজশাহী: জামায়াতের ডাকা হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে তিনটি ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে।

আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ও জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ এবং কৃষি অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তনের তথ্য জানানো হয়।

এছাড়া অন্য সব ইউনিটের সাক্ষাৎকারের সময়সূচি অপরিবর্তিত রয়েছে।

কলা অনুষদের ডিন প্রফেসর খন্দকার ফরহাদ হোসেন জানান, ‘এ’ ইউনিটের অধীনে চারুকলা, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের আলাদা ব্যবহারিক নেওয়ার কথা ছিল ৬, ৭ ও ৮ নভেম্বর। কিন্তু হরতালের কারণে তা পিছিয়ে আগামী ১১, ১২ ও ১৩ নভেম্বর গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. আব্দুল লতিফ জানান, ‘এফ’ ইউনিটের সাক্ষাৎকারের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯, ১০, ১১, ১২ নভেম্বর। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত এ চারদিন সাক্ষাৎকার নেওয়া হবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর শাহানা কায়েস জানান, অনিবার্য কারণবশত ‘জি’ ইউনিটের সাক্ষাৎকার ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বর সকাল সাড়ে ৮টায় কৃষি অনুষদের ভবনে নেওয়া হবে।
এছাড়া ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারসহ বিস্তারিত তথ্য নিজ নিজ অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট admission.ru.ac.bd থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।