গণবিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে দিন দিন এয়ারটেলের নেটওয়ার্ক বিড়ম্বনা বাড়ছেই। ভুক্তভোগী শিক্ষার্থীরা বাংলানিউজ২৪.কমের কাছে এবিষয়ে অভিযোগ করেছেন।
শিক্ষার্থীরা তাদের অভিযোগে বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ ক্লাস রুমে এয়ারটেলের নেটওয়ার্ক পাওয়া যায় না। যা পাওয়া যায় তাও আবার কথা স্পষ্ট শোনা যায় না। এছাড়াও কেন্দ্রীয় খেলার মাঠ, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ, বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ও একই সমস্যা বিদ্যমান।
এ বিষয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, এয়ারটেল ভালবাসার টানে কাছে আনে, কিন্তু এটা এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেএে সম্পূর্ণ উল্টো একটা স্লোগান। দিন দিন নেটওয়ার্ক দূরে সরে যাচ্ছে।
এয়ারটেলের নেটওয়ার্ক সমস্যার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন কৈলাস বৃক্ষের সভাপতি ওবাইদুল ভূঁইয়া জানান, নেটওয়ার্কের যে বাজে অবস্থা তাতে, এয়ারটেল সামনের দিনগুলাতে অনেক বেশি পরিমাণ গ্রাহক হারাবে।
এয়ারটেলের এ নেটওয়ার্ক বিড়ম্বনা যেন ক্যাম্পাসে আর না থাকে সেই দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪