ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে ৯৯ হাজার জেএসসি পরীক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
বরিশাল বোর্ডে ৯৯ হাজার জেএসসি পরীক্ষার্থী ছবি:ফাইল ফটো

বরিশাল: শুক্রবার সারাদেশের ন্যায় বরিশালেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা।

সকাল ৯টা থেকে বরিশাল শিক্ষা বোর্ডের ১২৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।



এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৯৮ হাজার ৯৯০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করছে। তবে গত বছরের ন্যায়  এবারো মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।

মোট এক হাজার ৬৬৬টি স্কুলের এসব শিক্ষার্থীদের মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৭৫৯ জন। আর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ২৩১ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে সব বিষয়ে ১৯১ জন এবং আংশিক বিষয়ে এক হাজার ৮৯২ জন অনিয়মিত পরিক্ষার্থী রয়েছে।

পাশাপাশি এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১৬ ছাত্র ও ২২ ছাত্রী ফলাফল উন্নতির জন্য পুনরায় পরীক্ষা দিচ্ছে।

এদিকে, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক। তিনি বলেন, ২ নভেম্বর পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে শুক্রবার পরীক্ষা শুরু হলো। তবে আগেই সব প্রস্তুতি সম্পন্ন ছিল।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।