ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ওপর হামলার ঘটনা তাদের নিজেদের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএম আমজাদ।
বাংলানিউজকে তিনি বলেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটা ভর্তিচ্ছুদেরই ষড়যন্ত্র হতে পারে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভর্তিচ্ছুদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে জানতে চাইলে ১টার দিকে তিনি বাংলানিউজের কাছে এ মন্তব্য করেন।
প্রক্টর আরও বলেন, ক্যাম্পাসের মধ্যে ভর্তিচ্ছুদের আন্দোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি। আমরা পুলিশের সহায়তায় তাদের সরাতে চাইলেও তারা যাচ্ছে না।
তবে টানা অবস্থান করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভর্তিচ্ছুদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তারা।
শুক্রবার বেলা পৌনে ১টার দিকে আন্দোলনকারীদের পক্ষে এ ঘোষণা দেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সালমান।
এ সময় হামলায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
দাবি আদায় না হলে টানা অবস্থানের হুমকিও দেওয়া হয় ভর্তিচ্ছুদের পক্ষ থেকে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪