যশোর: শুক্রবার (৭ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত বাংলা প্রথমপত্রের পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ৩ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
যশোর শিক্ষা বোর্ডের আওতায় ১০টি জেলার ২ হাজার ৭২৯টি বিদ্যালয়ের জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১ লাখ ৮৪ হাজার ১৮২ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবু দাউদ বাংলানিউজকে জানান, বোর্ডের আওয়তাধীন ২৪১টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে, ফরম পূরণ করা শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৪৯৭ জন প্রথম দিনের পরীক্ষায় অংশ গ্রহণ করেনি।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪