ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় সেরা কবি নজরুল হল

মো. মহিবুল আলম সবুজ, শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
শেকৃবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় সেরা কবি নজরুল হল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেকৃবি: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘যুক্তির আখরে সাজাই মুক্তির বার্তা’ স্লোগানকে কেন্দ্র করে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় শেরেবাংলা হলকে হারিয়ে সেরা হয়েছে কবি কাজী নজরুল ইসলাম হল।

শুক্রবার (০৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।



এতে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে, শেরেবাংলা হল এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে কবি কাজী নজরুল ইসলাম হল।

বিতর্কের বিষয়বস্তু ছিল ‘এই সংসদ মনে করে যে, স্বদেশি পণ্যের ব্যবহার হ্রাসে মানসিকতাই প্রধান অন্তরায়। ’

সরকারি দলের দল প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে রাজেশ চক্রবর্তী, মন্ত্রী মাহমুদুল হাসান লিখন ও সংসদ সদস্য ইফতেখার রসুল সিদ্দিক এবং বিরোধী দলের নেতা হিসেবে আব্দুল আউয়াল চৌধুরী মাসুদ, উপনেতা মতিয়র মুন্না ও সংসদ সদস্য হারুন-অর-রশিদ প্লাবন অংশগ্রহণ করেন।

বিতর্ক শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাদাত উল্লা এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটির সভাপতি মারুফুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান ইমরান।

বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকদের উৎসাহ দেওয়ার জন্য সাবেক বিতার্কিক কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ মমিনুল ইসলাম শ্রেষ্ঠ বিতার্কিকে পাঁচ হাজার পুরস্কার দেন। আর এটি লাভ করেন মতিয়র মুন্না।

এরআগে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

**শেকৃবিতে ৮ম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।