বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৭০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
শনিবার (০৮ নভেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবেদনপত্র বাছাইয়ের পর এ বছর ৯ হাজার ৮৯২ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক।
তিনি বলেন, বাকৃবি’র ভর্তি পরীক্ষা সব সময় স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ঐতিহ্য রয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এদিকে, ভর্তিচ্ছু নবীণ শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসে পৃথক শুভেচ্ছা মিছিল বের করে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর হারুন-অর-রশিদ বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪