ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গণবিশ্ববিদ্যালয়ে নবীনদের ওরিয়েন্টেশন

মাসুদ আজীম, গণবিশ্ববিদ্যালয় থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
গণবিশ্ববিদ্যালয়ে নবীনদের ওরিয়েন্টেশন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণবিশ্ববিদ্যালয় (সাভার): গণবিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শপথ বাক্য পাঠ করানোর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।



অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষকবৃন্দ, ডেপুটি রেজিস্ট্রারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।   স্বাগত বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন,  দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গণবিশ্ববিদ্যালয় একটি ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের পড়া লেখার মান পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমান। কখনো কখনো তার চেয়েও ভালা।

তিনি শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পড়াশোনা করার আহবান জানান।

১৯৯৮ সাভারে ১৫ একর জমির ওপর গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।