ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে ১৫৫১ কৃতী শিক্ষার্থীকে মেয়র শিক্ষা পদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
রাজশাহীতে ১৫৫১ কৃতী শিক্ষার্থীকে মেয়র শিক্ষা পদক

রাজশাহী: মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৪ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মেয়র শিক্ষা পদক প্রদান করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় ১,৫৫১ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে এই পদক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।   

এবার রাজশাহী মহানগরীর মোট ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১,৫৫১জন কৃতী শিক্ষার্থীকে মেয়র শিক্ষা পদক দেয়া হয়।   এর মধ্যে এসএসসি ১৫৪২ জন, এসএসসি (ভোকেশনাল) ৪০ জন ও দাখিল ৫৯ জন।

অনুষ্ঠানে এ কৃতী শিক্ষার্থীদের যোগ্য ডাক্তার, প্রকৌশলী, পদার্থ বিজ্ঞানী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলে রাজশাহীকে দেশ ও বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরার আহ্বান জানান মেয়র।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য লুৎফুন নেসা হোসেন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. ফরিদা সুলতানা, করপোরেশনের প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযব।

এ সময় স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব একেএম মাসুদুজ্জামান। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আখতার জাহান লাকী ও মো. ময়েজ উদ্দিন।

ছাত্র-ছাত্রীর মধ্যে বক্তব্য দেন ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের তারিক নাবিল রতন, শামসুন্নাহার খান তিশা ও রাজশাহী কলেজিয়েট স্কুলের সজিব উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।