ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি’র ভর্তি পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
বেরোবি’র ভর্তি পরীক্ষা স্থগিত

রংপুর: অনিবার্যকারণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) ভর্তি কমিটি প্রধানের পদত্যাগসহ বিভিন্ন কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড, নূর-উন-নবী।



তিনি বলেন, ভর্তি পরীক্ষা স্থগিত করে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের তারিখ বৃদ্ধি করা হয়েছে। এর আগে গত ১০ নভেম্বর ভর্তি ফরম পূরণের শেষ সময় ছিল।

অন্যদিকে আগামী ৪,৫ ও ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

৯ নভেম্বর দুপুর পর্যন্ত ৪০ হাজার ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করেন।

রোববার বিশ্ববিদ্যালয়ের দশ শিক্ষক ১৯টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

** প্রশাসনিক পদ ছাড়লেন বেরোবি’র ১০ শিক্ষক

বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।