ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ অনশন কর্মসূচি শুরু করেন।
সন্ধ্যায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত মোট ৬৮ জন আন্দোলনকারী আমরণ অনশনের ঘোষণা দেন।
বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। তারা ‘একইটাই দাবি- সেকেন্ড টাইম ঢাবি’, ‘দ্বিতীয় বার সুযোগ দাও- নইলে মোদের বিষ দাও’, ‘আমাদের দাবি- মানতে হবে মেনে নাও’, ‘প্রশাসনের স্বেচ্ছাচারিতা- মানি না মানবো না’ এ ধরনের স্লোগান দিচ্ছেন।
এসময় কুমিল্লা কলেজের শিক্ষার্থী সরোয়ার পারভেজ শাকিল খান সাংবাদিকদের বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে। আমাদের আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংহতি জানানো হয়েছে। আশা করছি, এ অনশনকারীদের সংখ্যা আরও বাড়বে।
নটরডেম কলেজের শিক্ষার্থী মো. কামাল হোসেন বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাতে সাড়া না দেয়ায় আমরা আমরণ অনশন শুরু করেছি।
এর আগে, একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপি দেওয়ার উদ্দেশে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্য চত্বরে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সকাল ১১টার দিকে জমায়েতস্থল থেকে মিছিল নিয়ে তারা রাষ্ট্রপতির কার্যালয়ের দিকে রওয়ানা হন। মিছিলটি কার্জন হল সংগ্ন দোয়েল চত্বরে পৌছলে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করেন এবং এক থেকে দেড় ঘণ্টা দোয়েল চত্বরে অবস্থান নেন।
তখন পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় আন্দোলনকারীদের মধ্য থেকে ৫-৭ জনের একটি দলকে স্মারকলিপি দিতে যাবার জন্য। প্রস্তাব অনুযায়ী, রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সালমান খান, নটরডেম কলেজের রাজু আহমেদ, বদরুন্নেছা কলেজের ফারহানা, ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজের রিয়াজ, ঢাকা কলেজের শিক্ষার্থী টিপুর সমন্বয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির প্রেস সচিবের কাছে স্মারকলিপিটি প্রদান করেন।
স্মারকলিপি প্রদান শেষে তারা ফিরে এলে বেলা ২টার দিকে শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বিকেল ৪টা থেকে আমরণ অনশন শুরু করেন তারা।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪