রংপুর: ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, ঘেরাও এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রংপুর প্রেসক্লাবের সামনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন ভর্তিচ্ছু শিক্ষার্থী তানজিরুল ইসলাম হিমেল, তানবিরুজ্জামান মাহিদ, একরাম হোসেন, মেঘলা আক্তার, জালাল হোসেন, রেজাউল করিম রাসেল, দীপ্ত রায়, ফারুক ইসলাম, সাদিয়া ইসলাম প্রমুখ।
এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে ৬ দফা দাবিসহ জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আচার্যকে একটি স্মারকলিপি দেন।
৬ দফা দাবির মধ্যে রয়েছে টিএসসিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ, ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সময়, দ্বিতীয়বার ভর্তির সুযোগ চালু রাখা, সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ ও ভর্তির সময় বাড়ানো।
স্মারকলিপি প্রদান শেষে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বালাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪