ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে নবীনবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে নবীনবরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের নবীনবরণ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জে একটি ব্যানার পার্টি বের হয়েছে।

যারা কিছু হলেই প্রেসক্লাবের সামনে ১০-১২ জনে ব্যানারে মেলে ধরে বক্তৃতা দেন। অনেকে আবার সড়ক দুর্ঘটনার জন্য প্রশাসনসহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করতে চান। আমি হুশিয়ারি দিয়ে বলতে চাই, এরপর যদি কেউ উষ্কানি দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান, তাহলে আমি আর ভালো মানুষ থাকবো না।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান বলেন, নির্বাচিত হওয়ার পর সাত মাস কোনো কাজ করতে পারি নাই। ত্বকী হত্যা, সাত হত্যা, আমার বড় ভাইয়ের মৃত্যু, আরেক ভাইয়ের নির্বাচনের কারণে সাত মাস চলে গেছে। গত এক মাস ধরে কাজ করছি। এ বছর না পারলেও আগামী অর্থবছরের মধ্যে সব কাজ শেষ করতে পারবো বলে আমি আশা রাখছি।

তিনি বলেন, নারায়ণগঞ্জ একটা যানজটের শহর, এখানে পার্ক নাই, বাচ্চাদের খেলার জায়গা নাই। সবাই শহীদ মিনারে গিয়ে বসে। আন্তর্জাতিক মানের হাসপাতাল নেই। এ সমস্যাগুলোর আমরা সমাধান করতে পারবো। নদীর পাড়ে একটি এমইউজমেন্ট পার্ক করা হবে। যানজট নিরসনে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের কাজ সম্পন্ন করা হবে।

অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছিলেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নৃপেন্দ্র নাথ ভদ্র, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সহ সভাপতি জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরীন বেগম, প্রফেসর সেলিনা বেগম, ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা ছাত্রদলের সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, তোলারাম কলেজের ছাত্র সংসদের ভিপি হাবিবুর রহমান রিয়াদ, মাস্টার্স শেষ বর্ষের ছাত্র বদিউজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক জীবন কৃষ্ণ মোদক।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।