ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে জিল্লুর রহমান সিদ্দিকীকে শেষ শ্রদ্ধা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
জাবিতে জিল্লুর রহমান সিদ্দিকীকে শেষ শ্রদ্ধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর শেষ শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় উপাচার্যের বাসভবনের সামনের মাঠে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

পরে একে একে উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস), জাহাঙ্গীরনগর থিয়েটার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, প্রভোস্ট কমিটি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, ইংরেজি বিভাগ, বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর ছেলে ডা. শাকিল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, অধ্যাপক আনু মুহাম্মদ, রেজিস্টার আবু বকর সিদ্দিক, ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মোহাম্মদ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

পরে উপাচার্যের বাসভবনের সামনের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যাপক জিল্লুর রহমানের ছেলে ডা. শাকিল আহমেদ।

জানাযা শেষে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার মধ্য ঢাকার বনানীতে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।