জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর শেষ শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় উপাচার্যের বাসভবনের সামনের মাঠে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর ছেলে ডা. শাকিল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, অধ্যাপক আনু মুহাম্মদ, রেজিস্টার আবু বকর সিদ্দিক, ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মোহাম্মদ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
পরে উপাচার্যের বাসভবনের সামনের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যাপক জিল্লুর রহমানের ছেলে ডা. শাকিল আহমেদ।
জানাযা শেষে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার মধ্য ঢাকার বনানীতে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪