ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ ছবি:ফাইল ফটো

কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন অধ্যক্ষ প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।



কুমেক শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট, ক্লাস-পরীক্ষা বর্জন করে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে অধ্যক্ষ প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। মঙ্গলবার প্রথম বর্ষের কয়েকজন ছাত্রের ওপর প্রহার করার প্রতিবাদে এ আন্দোলন শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, কুমেক ছাত্রলীগ নেতাকর্মীদের ইন্ধনে শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করে।

এ বিষয়ে অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, বিশৃঙ্খলা করায় কলেজ প্রশাসন কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলো। এ জন্যই বানোয়াট এ আন্দোলন। নেশাগ্রস্ত ও সুবিধাবাদি কিছু ডাক্তারের প্ররোচনায় শিক্ষার্থীরা এ আন্দোলন করেছে।

তিনি আরো বলেন, আমি চাই শিক্ষার্থীরা ক্লাসের টেবিলের থাকুক। ক্লাস বাদ দিয়ে বাইরে আন্দোলন করবে এটা আমি চাই না। তাদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্যই আমি আজ পদত্যাগ করেছি। পদত্যাগ না করলে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হত। শিক্ষার্থীদের ভালোর জন্য আমি সরে দাড়িয়েছি।

তিনি বলেন, তাছাড়া আমি এ পদে থাকলে নেশাগ্রস্ত ও উন্মাদদের প্রশ্রয় দিতে হবে। অন্যায় কাজে সহায়তা করার জন্য আমি অধ্যক্ষ থাকতে চাই না। তাই আমি পদত্যাগ করেছি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।