ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবি’র তিনটি ইউনিটের ফল প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
যবিপ্রবি’র তিনটি ইউনিটের ফল প্রকাশ

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান ও প্রকৌশল) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বুধবার (১২ নভেম্বর) রাতে ‘এ’ ইউনিট, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ‘বি’ ও ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।



এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করা হবে। তবে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।

পরীক্ষার ফলাফল ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.just.edu.bd ) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।