রাজশাহী: রাজশাহীতে জেএসসি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষকদের ভাতার টাকা আত্মসাতের পর অবশেষে ফেরত দিতে বাধ্য হয়েছেন কেন্দ্র সচিব।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এ টাকা ফেরত দেন।
আর এ ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার মুন্ডুমালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনীরুজ্জামান ভুইয়া বাংলানিউজকে জানান, অভিযোগ পেয়ে গত মঙ্গলবার কেন্দ্র সচিবকে ডেকে পাঠানো হয়েছিল। তাকে সর্তক করে শিক্ষকদের পুরো পাওনা মিটিয়ে দিতে বলা হয়। এরপর তিনি টাকা পরিশোধ করে দিয়েছেন।
তবে এ ব্যাপারে তানোরের মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কামেল মারডি অভিযোগ অস্বীকার করে বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রতিদিন শিক্ষকদের ৬০টাকা করেই দেওয়ার কথা ছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ৮০ টাকা করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের জেএসসি পরীক্ষায় মুন্ডুমালা পরীক্ষা কেন্দ্রে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেন্দ্র ফি হিসেবে প্রতি পরীক্ষার্থীদের কাছে ১৫০ টাকা করে মোট এক লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয়।
এই টাকা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিদের ভাতা হিসেবে দেওয়ার কথা। প্রতি ২৫ জন পরীক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনের কথা। সেই হিসেবে এক হাজার ২০০ পরীক্ষার্থীর জন্য ৪ জন শিক্ষক পরিদর্শক হিসেবে থাকার কথা।
আর পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপালনের জন্য দিন প্রতি একজন শিক্ষক ৮০টাকা করে পাবেন। কিন্তু কেন্দ্র সচিব ৪৮জন শিক্ষকের স্থলে কম শিক্ষককে নিয়োগ এবং তাদের ৬০টাকা করে দিচ্ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪