ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে শুক্রবারও পরীক্ষা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
গণ বিশ্ববিদ্যালয়ে শুক্রবারও পরীক্ষা অনুষ্ঠিত

গণবিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে শুক্রবারও অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। গত সপ্তাহে  দেশব্যাপী জামায়াতের ডাকা টানা হরতালে এ পরীক্ষাগুলো বিঘ্নিত হয়।



একের পর এক পরীক্ষা পেছানোয় চরম সিডিউল বিপর্যয় দেখা দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন শিক্ষার্থীদের বন্ধের দিনসহ টানা পরীক্ষার ব্যবস্থা করেছে। সেশনজট এড়াতে শুক্রবার সকাল-দুপুর দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মূর্তজা আলী বলেন, শিক্ষার্থীদের সেশনজটের কথা মাথায় রেখে আমরা বন্ধের দিনে পরীক্ষার ব্যবস্থা করেছি।
গত ৩০ অক্টোবর পরীক্ষা শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।