সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
এদিন সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
শাবিপ্রবি-এর ভর্তি কমিটি সূত্র জানায়, এ বছর বিশ্ববিদ্যালয়ের দুটি ইউনিটের অধীনে ৪৮ হাজার ২২৪ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এর মধ্যে এ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে ২০ হাজার ৪৮৭ জন এবং বি ইউনিটে ৮০০ আসনের বিপরীতে ২৭ হাজার ৭৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।
এবার ‘এ’ ইউনিটে আসন প্রতি ৩৪ জন এবং ‘বি’ ইউনিটে ৩৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sust.edu পাওয়া যাবে বলে জানিয়েছে সূত্র।
এছাড়া যে কোন মুঠোফোন থেকে SUST <space > SEAT <space> Admission Roll লিখে ২৩২৩ নম্বরে বার্তা পাঠিয়েও আসন বিন্যাস জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪