ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে ভর্তিচ্ছুদের চলমান আমরণ অনশন তৃতীয়দিনে গড়ালো।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে অনশনস্থল শহীদ মিনারে সরেজমিনে দেখা যায়, অর্ধশতাধিক শিক্ষার্থী অনশন করছেন।
এদের মধ্যে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ১৪ জন এবং শুক্রবার আরও পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি অনশনরতদের।
অনশনরত ভর্তিচ্ছু সালমান বাংলানিউজকে বলেন, আমাদের অনশন চলছে। ভর্তির বিষয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের কোনো আশ্বাস দেয়নি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে, ভর্তি প্রক্রিয়ার বিষয়ে ঢাবি কর্তৃপক্ষ এখনও নিজেদের অবস্থানে অনঢ় রয়েছে।
ভর্তিচ্ছুদের অনশনের ব্যাপারে শুক্রবার বিকেলে দৃষ্টি আকর্ষন করা হলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলানিউজকে বলেন, সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই। তারা কেন আন্দোলন করছে তাদের জিজ্ঞাসা করুন।
গত বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে স্মারকলিপি দেওয়ার পর বিকেল থেকে আমরণ অনশন শুরু করেন ভর্তিচ্ছুরা।
এসএ/বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪