ঢাকা: ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, পরীক্ষা শুরুর আগেই পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়। এজন্য পরীক্ষা হল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
ভর্তি কমিটি সূত্র জানায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ২১ হাজার ৮৮৫ জন ভর্তিচ্ছু আবেদন করেন। এরমধ্যে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এবছর কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ ৭৫ সহ মোট ৫০০ আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভর্তি পরীক্ষার ফলাফল ২০ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে। আর মেধা তালিকা অনুযায়ী ২১ এবং ২২ ডিসেম্বর শিক্ষার্থী ভর্তি করা হবে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪