ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় ছাত্রফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
বগুড়ায় ছাত্রফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বগুড়া: ঢাকা বিশ্বদ্যালয়সহ (ঢাবি) সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার অংশগ্রহণ পূনর্বহাল, এএসসি পরীক্ষার ফরম প‍ূরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রফ্রন্ট।

শনিবার (১৫ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তারা এ কর্মসূচি পালন করে।



জেলা শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সংগঠনের জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পিরামিড আকারের। এখানে প্রথম শ্রেণিতে যে সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়, দ্বিতীয় শ্রেণিতে তা কমে যায়। আবার বিভিন্নভাবে শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকীকরণ করার কারণে শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে।

এ অবস্থায় ঢাকা বিশ্বদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবেনা, কৃর্তপক্ষের এমন সিদ্ধান্ত অযৌক্তিক। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে তা বাতিলের আহ্বান জানানো হয়। তা না হলে শিগগিরই ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে বিক্ষোভ সমাবেশ থেকে জানানো হয়।

কর্মসূচি চলাকালে জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি রাধা রানী বর্মন, শহর শাখার সংগঠক মাসুকুর রহমান, আপেল মাহমুদ সুমন, আল-আমীন প্রধান, তারেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।     
 
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।