ঢাকা: প্রস্তাবিত প্যারামেডিকেল শিক্ষা বোর্ডের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলোদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
শনিবার দুপুরে ঢাকা রির্পোটাস ইউনিটি(ডিআরইউ)-তে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি তুলে ধরে সংগঠনটি। চলতি বছরের ২৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে নতুন কর্মসূচি দিবে সংগঠনটি। এ সময়ের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানে মিছিল করা হবে বলেও জানানো হয়েছে।
দাবিগুলো হলো- মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নতুন নতুন পদ সৃষ্টি, দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ মর্যাদা ও বেতন স্কেল, এমএসসি কোর্স চালু, স্বতন্ত্র পরিদপ্তর গঠন, পদোন্নতির ব্যবস্থা, ইন্টার্নশিপ ভাতা, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চাকরির নীতিমালা প্রনয়ণ করা।
মেডিকেল টেকনোলজিস্টদের জন্য বাংলাদেশ ইউনিভাসিটি অব মেডিকেল সায়েন্স টেকনোলজি নামের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
বিএসসি মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি স্বায়ত্বশাসিত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সমুহে প্রথম শ্রেণির গেজেটেড পদ মর্যাদার সৃষ্টি করা।
এতে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনটির আহবায়ক জসিম উদ্দিন জনি, সদস্য সচিব হেদায়েতুল ইসলাম শিবলী।
সারাদেশে মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি বিষয়টি পড়ার জন্য ৮টি সরকারি ও ১শ ৩টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর: ১৫, ২০১৪