ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় মেধাবী শিশু শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
সাতক্ষীরায় মেধাবী শিশু শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সাতক্ষীরা: সাতক্ষীরায় ১৮০ জন মেধাবী শিশু শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লাইফ লাইন শিক্ষা প্রকল্পের আওতায় এ বৃত্তি দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির।

লাইল লাইন শিক্ষা প্রকল্পের চেয়ারম্যান প্রভাষক সুশান্ত মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান ও সাংবাদিক এম কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ১৮০ জন কৃতি শিশু শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।