ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার মান বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
শিক্ষার মান বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষকদের বাসা ভাড়া ১০০ টাকার স্থলে ৫০০ টাকা করেছে। শিক্ষার মান যুগোপযোগী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।



তিনি বলেন, শিক্ষার গুণমত মান বাড়াতে হলে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মধ্য দিয়ে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে।  

শনিবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং কেন্দ্র আয়োজিত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজক সংগঠনের সভাপতি মো. কবির ভূঁইয়া কেনেডির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. নূহ-উল-আলম লেনিন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল প্রমুখ।

সংগঠন সূত্র জানায়, অনুষ্ঠানে ২১৮ জন কৃতি শিক্ষার্থী, প্রখ্যাত সাংবাদিক শাহজাহান মিয়াসহ সাতজন গুণীজন ও পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।