ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

অনশন চতুর্থ দিনে, শহীদ মিনার ত্যাগের নির্দেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
অনশন চতুর্থ দিনে, শহীদ মিনার ত্যাগের নির্দেশ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে ভর্তিচ্ছুদের অনশন শনিবার (১৫ নভেম্বর) চতুর্থ দিনে গড়ালো।

কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবিতে কোনো সাড়া না দিয়ে অবিলম্বে শহীদ মিনার চত্বর ত্যাগের নির্দেশ দিয়েছে।



শনিবার (১৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, অননুমোদিত ভাবে মহামান্য  হাইকোর্টের  নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয়ে  ভর্তিচ্ছু  অকৃতকার্য কিছু তরুণ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান করছেন।   এতে প্রতিদিনের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মসূচি পালনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং স্থিতিশীল পরিবেশ বিনষ্ট হচ্ছে।

তাই অবস্থানরত সবাইকে অবিলম্বে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করার জন্য পুনরায় আহ্বান জানানো হচ্ছে।

গত বুধবারও (১৩ নভেম্বর) অনশনরতদের শহীদ মিনার ত্যাগের আহ্বান জানায় ঢাবি কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, ম‍ূল বেদীতে ৩০/৪০ জন ভর্তিচ্ছু অবস্থান করছেন। অনেকে বসে কেউবা শুয়ে তাদের কর্মসূচি পালন করছেন।   শনিবারও (১৫ নভেম্বর)
অনশনরত সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেন সালমান।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet