ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যায় শাস্তি দাবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
রাবি শিক্ষক হত্যায় শাস্তি দাবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

ময়মনসিংহ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ. কে. এম. শফিউল ইসলামকে হত্যার ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছে কবি ময়মনসিংহ ত্রিশালে অবস্থিত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

রোববার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহেল রানা এ ঘটনায় নিন্দা প্রকাশ করে বাংলানিউজকে বলেন, আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, শনিবার (১৫ নভেম্বর) সন্ত্রাসীদের হামলার শিকার হন ড. এ. কে. এম. শফিউল ইসলাম। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet