ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষক হত্যার প্রতিবাদে রাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
শিক্ষক হত্যার প্রতিবাদে রাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম লেলিন হত্যকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাশ-পরীক্ষা বর্জন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে কোনো বিভাগে ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনাও কম।

হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শনিবার সন্ধ্যায় ক্লাশ-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। এ ঘোষণায় সাড়া দিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন।

প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে শিক্ষক হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষুব্ধ ও মর্মাহত।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম সারওয়ার ক্ষোভ প্রকাশ করেন বলেন, দিনে দুপুরে এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। স্যারের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে বলেন, শিক্ষক হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে ক্লাশ-পরীক্ষা বন্ধ রাখা রয়েছে। হত্যাকাণ্ডের বিচার দাবিতে রোববার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন প্রফেসর শফিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet