শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলামকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস প্রফেসর ড. কামাল উদ্দীন আহম্মদ, সাউয়েসের পরিচালক প্রফেসর ড. অলক কুমার পাল, ইনস্টিটিউট অব সিডের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, নীল দলের সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা।
কৃতী শিক্ষক হত্যায় স্বাধীনতা বিরোধীদের হাত রয়েছে উল্লেখ করে অলক কুমার পাল খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটি কোনো নতুন ঘটনা নয়।
২০০৬ সালে মেধাবী শিক্ষক অধ্যাপক আবু তাহেরসহ এ পর্যন্ত তিনজন গুণী শিক্ষক ও মেধাবী ছাত্র হত্যার তীব্র নিন্দা জানিয়ে শাস্তি দাবি করেন তিনি।
শনিবার (১৫ নভেম্বর) সন্ত্রাসীদের হামলার শিকার হন ড. এ কে এম শফিউল ইসলাম। পরে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪