ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ নভেম্বর

টাঙ্গাইল: টাঙ্গাইল ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ নভেম্বর।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৬৬ জন শিক্ষার্থী।



সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে এ ইউনিটে। শেষ সময় পর্যন্ত চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭৭২টি আসনের জন্য মোট ৫০ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এ ইউনিটে তিনটি বিভাগে ১৬৫টি আসনের জন্য ১৭ হাজার ৬৭ জন, বি ইউনিটের ছয়টি বিভাগে ২৮০টি আসনের জন্য ২১ হাজার ৪৭৭ জন, সি ইউনিটের চারটি বিভাগে ২১৭টি আসনের জন্য ৫ হাজার ৯৪৫ জন এবং ডি ইউনিটের দুটি বিভাগে ১১০টি আসনের জন্য ৫ হাজার ৯৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

এমসিকিউ পদ্ধতিতে ২৯ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ৩০ নভেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠত হবে।

আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.mbstu.ac.bd তে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet