পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১৯ জন।
এ বছর ‘সি’ ইউনিটে সবচেয়ে বেশি আবেদন পত্র জমা পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বছর বিভিন্ন অনুষদের মোট ৬১৭ আসনের বিপরীতে ১১ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।
‘এ’ ইউনিটে (কৃষি, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, মাৎস্য বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স) ৪৬৮টি আসনের বিপরীতে প্রতি আসনে ১১টি করে মোট ৫১৭৭ টি আবেদন পড়েছে। ‘বি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা-বিএএম) ৮৩টি আসনের বিপরীতে প্রতি আসনে ৩৫ জন করে মোট ২৯১৪টি আবেদন জমা পড়েছে। ‘সি’ ইউনিটে (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ৬৬টি আসনের বিপরীতে প্রতি আসনে ৫২টি করে মোট ৩৪৬৪টি আবেদন জমা পড়েছে।
আগামী ৫ ডিসেম্বর পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪